নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (২১ জুলাই) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কে শতভাগ ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশে একযোগে ২২,২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এবারই প্রথমবারের মত প্রধানমন্ত্রী সারাদেশে ২টি জেলা (পঞ্চগড়, মাগুরা) এবং ৫২টি উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসিত উপজেলা হিসেবে ঘোষণা দেন। জানা যায়, এখন পর্যন্ত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলায় তিনধাপে (৬১৬+৬৩১+৬৭৩) সর্বমোট ২১৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের প্রক্রিয়া চলমান আছে। বৃহস্পতিবার (২১ জুলাই) কিশোরগঞ্জ জেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ১৫২টি পরিবারকে একক গৃহ প্রদান করা হয়।
বৃহস্পতিবার উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলায় ৩য় পর্যায়ের (২য় ধাপ) ১০টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয় এবং একইসাথে কটিয়াদী উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসিত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জ্যোতিশ্বর পাল, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ছাড়াও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগণসহ কটিয়াদী উপজেলার সর্বস্তরের জনসাধারণ।