বনানী (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের পক্ষে করোনাভাইরাসের কারণে ঘরবন্দি শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ডিএনসিসি ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর মোহাম্মদ নাছির।
মোহাম্মদ নাছির বলেন, “চলমান সংকটকালীন সময়ে আমাদের নিয়মিত খাদ্য সহায়তার অংশ হিসেবে আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন হাসিনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র এর পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিলো চাল, ডাল, আলু, ভোজ্যতেল এবং লবণ।”
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..