সাইদুল ইসলাম, কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিনকে গত বুধবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ ওসি মাসুমুর রহমান জানান, উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা মোজাফফর হোসেনের পুত্র মোঃ জামাল উদ্দিনের অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত চেক জালিয়াতি মামলায় তাকে এক বছরের জেল প্রদান করে। দীর্ঘদিন এক বছর পালিয়ে থাকার পর গত বুধবার দুপুরে তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ ।আসামি জামাল উদ্দিনকে বুধবার বিকালে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।