নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কৃতি সন্তান আবছার হাসান রানা।
৩১শে জুলাই, রোজ- রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর সম্বলিত এক চিঠি প্রেরণের মাধ্যমে সহ-সম্পাদক পদে তাকে মনোনীত করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন পেকুয়ার সভাপতি হিসেবে যুক্ত আছেন।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মনোনীত হওয়ায় তিনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পথচলায় সকলের দোয়া চেয়েছেন।