স্পোর্টস ডেস্ক: এক মৌসুম পর আবার বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে ফিরছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ক্লাবটির পক্ষ থেকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠি দিয়ে নিজেদের ফেরার বিষয়টি জানিয়েছে। তবে নিয়ম অনুযায়ী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অংশ নিতে পারবে না তারা। নাটকীয়তার পর ডিপিএলের গত মৌসুম না খেলায় প্রথম বিভাগে নেমে গেছে দলটি। এবার তাদের অংশ নিতে হবে প্রথম বিভাগের লিগে।
ঢাকা পোস্টকে সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘ওরা আমাদেরকে চিঠি দিয়েছে। জানিয়েছে খেলবে। গতবার ঢাকা লিগে অংশ না নেওয়ায় তারা রেলিগেট হয়ে গেছে। এবার প্রথম বিভাগ লিগ শুরুর আগে আমাদের পক্ষ থেকে তাদের চিঠি দেওয়া হয়েছিল, খেলবে কিনা জানতে চেয়ে। পরে তারা আমাদেরকে নিশ্চিত করে চিঠি দিয়েছে, খেলবে।’
ডিপিএলে গত আসরের আগের আসরে শিরোপা না জিতলেও অধিনায়ক ফরহাদ রেজার নেতৃত্বে বেশ ভালো অবস্থানে ছিল প্রাইম দোলেশ্বর। লিগ পর্বে ১১ ম্যাচে ৭ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছিল টেবিলের দ্বিতীয় স্থানে। সুপার লিগ পর্ব শেষ করেছিল তৃতীয় হয়ে। অথচ গতবারের দলবদলের সময় সিসিডিএমকে চিঠি দিয়ে জানায়, লিগে অংশ নেবে না তারা। বাধ্য হয়ে ১১টি দল নিয়েই লিগ পরিচালনা করতে হয় সিসিডিএমকে। এজন্য প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় প্রাইম দোলেশ্বরের।
প্রথম বিভাগ থেকে উঠে আসার পর থেকে নিয়মিত সাফল্য পাচ্ছিল প্রাইম দোলেশ্বর। গতবার ডিপিএলে অংশ না নেওয়ার আগে সবশেষ পাঁচ আসরে তিনটিতেই তারা রানার্সআপ হয়েছিল। লিগ চ্যাম্পিয়ন না হলেও বরাবরই তারা আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক, শেখ জামালের মতো বড় বড় দলকে টক্কর দিতো।