আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বহনকারী সামরিক বিমানকে দক্ষিণ চীন সাগর এড়িয়ে যেতে দেখা গেছে। গত কয়েক দিনের তীব্র উত্তেজনার মাঝে মঙ্গলবার রাতের দিকে তাইওয়ানে পৌঁছানোর কথা রয়েছে তার। ন্যান্সির এই সফর ঘিরে দক্ষিণ চীন সাগরে তাইওয়ান লাগোয়া সীমান্ত এলাকায় ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে চীন।
তাইওয়ানের সংবাদমাধ্যম তাইওয়াননিউজ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টা ২০ মিনিটের দিকে রাজধানী তাইপে সিটির তাইপে সংশান বিমানবন্দরে পেলোসিকে বহনকারী বিমানের অবতরণের কথা রয়েছে।
চলতি বছরের প্রায় প্রত্যেক দিনই তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ শনাক্ত হয়েছে। পেলোসির সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে মঙ্গলবার সকালের দিকে দুটি যুদ্ধজাহাজ— একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এবং অন্যটি গাইডেড-মিসাইল ফ্রিগেট তাইওয়ানের পূর্বাঞ্চলের লানিউ দ্বীপের উপকূলে আন্তর্জাতিক জলসীমার কাছে মোতায়েন রেখেছে চীন।
পেলোসির তাইওয়ান সফর বিশ্বজুড়ে মানুষের মনযোগের কেন্দ্রে রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, পেলোসির বিমান এসপিএআর১৯ এর অব্স্থান জানার জন্য ফ্লাইটরাডারের ওয়েবসাইটে ৩ লাখ মানুষ ভিজিট করেছেন। তথ্য-উপাত্তে দেখা গেছে, তাইওয়ানের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে বিমানটি যাত্রা শুরু করে। তবে সেই সময় বিমানটির গন্তব্য সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি।
বিমান চলাচলের মানচিত্রে ন্যান্সি পেলোসিকে বহনকারী বিমানটি দক্ষিণ চীন সাগর এড়িয়ে যেতে পারে বলে দেখানো হয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ বিভিন্ন দ্বীপ ও সামুদ্রিক এলাকা নিয়ে প্রতিবেশি কয়েকটি দেশের মালিকানার দাবি রয়েছে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে বিতর্কিত এই সাগরে ও তাইওয়ানের আকাশসীমার কাছে ব্যাপক সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে চীন।
এদিকে, চীনের সম্ভাব্য হুমকির বিপরীতে ন্যান্সি পেলোসি অন্য একটি বিমানে করে যাত্রা শুরু করেছেন বলে গুজব ছড়িয়েছে। ফ্লাইটরাডার২৪ পেলোসিকে বহনকারী এই বোয়িং সি-৪০ ক্লিপার বিমানকে উল্লেখ করে এসপিএআর২০ কোড ব্যবহার করেছে।
ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে বিমানটি টোকিও থেকে উড্ডয়নের পর দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছে। পেলোসির সফরকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় তাইওয়ানের পূর্ব দিকের উপকূলে একটি বিমানবাহী রণতরীসহ চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রও।
রণতরী ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়েছে এবং বর্তমানে ফিলিপাইন সাগরে, তাইওয়ান ও ফিলিপাইনের পূর্বে এবং জাপানের দক্ষিণে রয়েছে।