বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলীর বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির ঘটনায় তার অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে ওই ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য সহ এলাকাবাসী।
মানববন্ধনে ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলী পরিষদের ভেতরে মাদক সেবন করেন। এর প্রতিবাদ করতে গিয়ে অনেকেই লাঞ্ছিনার শিকার হয়েছেন। এলাকার ভূমি দখল, নারী নির্যাতনের ঘটনায় আপোষরফার টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ বিষয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও করা করেছি আমরা। কিন্তু এখন পর্যন্ত ইউপি চেয়ারম্যান বহাল তবিয়তে রয়েছে। আমরা এই চেয়ারম্যানের অনিয়মের বিচার ও তার অপসারনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান কাউছার আলীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমাকে লোক সমাজে হেয় করতে এসব করছে।