বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন হাট, বাজার, শপিং মল ও গণপরিবহনসহ বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরণে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারকে ১০টি মামলায় মোট ৬,৯৫০ টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন শহরের সত্যপীর ব্রীজসহ বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
করোনার ২য় ঢেউয়ে মাস্ক না পড়ায় উপজেলা নির্বাহী অফিসার ৯ জনকে অর্থদন্ড করেন। এছাড়াও শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা সরজমিনে দেখেন।
অপরদিকে জেলার পীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা, পশ্চিম চোরাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ জনকে দুই হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে রোববার সন্ধায় সদর উপজেলার রুহিয়া ছালেহীয়া মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করায় সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ অভিযান চালিয়ে ওয়াজ মাহফিল পন্ড করে দেন। বিশেষ অনুমতি ক্রমে মোনাজাত অন্তে ৫ মিনিটের মাথায় ওয়াজ মাহফিল সমাপ্তি ঘোষনা করা হয়। সুফি আব্দুল গণির সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বয়ান করার কথা ছিল রংপুর হতে আগত মাওলানা বসির উদ্দীন ।