বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার হতে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরভী আকতার (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।গাড়ির চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সুরভী সদর উপজেলার কশালগাও গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৪ টায় নিহত সুরভী তার দেবর মিজানুরের সাথে মোটর সাইকেলে করে রুহিয়া বাজার হতে কশালগাঁও গ্রামে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গ্রাম্য রাস্তার ডাঃ জোবেল এর বাড়ির সন্নিকটে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়ে সুরভীর মৃত্যু হয়। মোটরসাইকেল চালক মিজানুরের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।