ঠাকুরগাঁও প্রতিনিধি:পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষক, শ্রমিক আইনজীবি, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে ঠাকুরগাঁও নাগরিক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের বেসরকারি এনজিও মানবকল্যাণ পরিষদ(এমকেপি) প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য অভিনেতা লিটু আনাম, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমল কুমার রায়, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দীন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সাবেক শিক্ষা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুষ চ্যাটার্জী, জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবু তোরাব মানিক, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, ঠাকরগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিল, সাংবাদিক এস এম জসিম উদ্দীন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, কার্যকরী সদস্য আল মামুন জীবন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, আইনজীবি, কৃষক, শ্রমিক সংগঠনের সর্বস্তরের সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে আবু তোরাব মানিকককে সভাপতি এবং জাকির হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।