নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় “দৈনিক বাংলার নবকন্ঠ” পত্রিকার কিশোরগঞ্জ অফিস উদ্ধোধন করা হয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে কিশোরগঞ্জের নতুন জেলখানা সংলগ্ন অফিসের উদ্ধোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা মো: আহসান উল্লাহ, বাসাজ উপদেষ্টা ও সাংবাদিক আজহারুল ইসলাম সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ আতিকুল হক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোমান আহমেদ হাবির প্রমুখ।
দৈনিক বাংলার নবকন্ঠের কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সততা ও স্বচ্ছতা ও ন্যায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে। অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনি দ্বারাই দেশ ও সমাজে অন্যায় দুর হবে।
আলোচনা সভা শেষে মো: আহসান উল্লাহ মোনাজাত পরিচালনা করেন। এ সময় “দৈনিক বাংলার নবকন্ঠ” পত্রিকার ইটনা, তাড়াইল, পাকুন্দিয়া, হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলা প্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।