নরসিংদী প্রতিনিধি : নরসিংদী-২ পলাশ আসনের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এবং সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের অর্থায়নে মাধবদীর আমদিয়া ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (১লা মে) বেলা ১১টায় ও দুপুর ১টায় এ দুটি সময়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪২০টি পরিবারের মাঝে ২টি ভ্যানূ হতে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ভ্যানূ দুটি হলো ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন ভূইয়া রিপন’র পাইকারদী বাজার দলীয় অফিস এবং ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন’র প্রাইম সিটি কার্যালয়। উপহারের মধ্যে ছিলো, মহিলাদের শাড়ী ও পুরুষদের জন্য লুঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আসাবুদ্দিন মেম্বার, সাঃধারণ সম্পাদক সাদিকুর রহমান রিটন, ইউনিয়ন যুব লীগের সাঃসম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম পিন্টু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সানি, ইউনিয়ন ছাত্রলীগের সদ্য ঘোষিত সভাপতি দেলোয়ার হোসেন, সদ্য বিলুপ্ত ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহেল আহম্মেদ, আরিফ মেম্বার সহ অন্যান্যরা।