নরসিংদী প্রতিনিধি : প্রথমে বক্তব্যে পর্ব, পরে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করে মোনাজাত এবং সবশেষে সংসদ সদস্যে নিজ হাতে এতিম অসহায় ব্যক্তি ও শিশুদের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে নরসিংদীর মাধবদী থানাধীণ আমদিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এদিন এতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দীন ভুইয়া রিপন এর সভাপতিত্বে বুধবার (১৭ই আগষ্ট) বিকেলে ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু প্রায় সারা জীবনের অর্ধেক সময় কারা অভ্যন্তরে থেকেও বাংলাদেশের প্রতিটি মানুষের কানে স্বাধীনতার মন্ত্রকে পৌঁছে দিয়ে ছিলেন। বঙ্গবন্ধু সারাজীবন এই জাতীর বিপদ দিনে নাওয়া খাওয়া ঘুম ছেড়ে পরিশ্রম করে এই দেশকে স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সবশেষে ১৯৭০ এর ৭ই মার্চে রেসকোর্স ময়দানে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তার এই ঘোষণার প্রেক্ষিতে বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশকে স্বাধীনতা করেছিলো। এবং আমাদের দিয়েছিলেন আলাদা বাঙ্গালীর মর্যাদ, আলাদা ভূখন্ড, লাল সবুজের পতাকাসহ বিশ্বের দরবারে আমাদের পরিচিতি।
আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিটন এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মোজাহিদ তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী, মাধবদী থানার ওসি তদন্ত এমদাদুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কালিউল্লাহ সরকার, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুল হাসান , আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আসাবুদ্দিন মেম্বার, আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সামসুল হক, আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, আমদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রমীকলীগ নেতা আঃ ছালাম পিন্টু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সোহেলসহ প্রমূখ।