নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ বলেছেন, আওয়ামীলীগ সরকার মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা শুধু ভোট চুরি করেনি, তারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এজন্য দেশ এখন দেওলিয়া হওয়ার পথে। এ অবস্থা থেকে উত্তোরনের উপায় একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তা না হলে বাংলাদেশ চোর ডাকাত এবং দূর্নীতিবাজের দেশে পরিণত হবে। এদেশে কোন ভদ্র মানুষ বসবাস করতে পারবে না।
বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয়েছে। বর্তমান ফ্যাসীবাদি সরকারের পতন আন্দোলনেও সফল হবে উল্লেখ করে জনসাধারণকে চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান আমীর খসরু।
তিনি বৃহষ্পতিবার (১১আগস্ট) রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠিনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সাবেক পার্বত্য উপ-মন্ত্রী মনিস্বপন দেওয়ান, সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি চেম্বার অব কমার্সেও সভঅপতি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সেক্রেটারী মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির সহ অন্যান্যরা।
প্রসঙ্গত: বিএনপির শোকসভায় আওয়ামীলীগের নেতারা বক্তব্য রাখলেও বিএনপির সহযোগী/মিত্র সংগঠন জামায়াতের কোন নেতাকর্মীদের দেখা যায়নি। এই নিয়ে দলের মধ্যে ক্ষোভের সৃষ্ট্রি হয়েছে ।
উল্লেখ্য, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহ আলম গত ২১ এপ্রিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সর্বশেষ রাঙামাটি বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।