শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
খুলনা বিভাগের নড়াইল জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে হামলার ঘটনায় জড়িতদেরসহ সকল দুস্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে আজ, বুধবার (২০ জুলাই) বেলা ১২ টায় পাবনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখা।
শহরের শ্রী শ্রী জয় কালিবাড়ি চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশিস বসাকের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন’র পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মলয় দাস রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ বসাক, পাবনা সদর উপজেলার আহ্বায়ক দীপ্ত ঘোষ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটের করছে, বাংলাদেশকে অকার্যকর ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে মৌলবাদী গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। যাদের বিরুদ্ধে সরকার এখনই ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন গুলোতে শেখ হাসিনা সরকারও প্রশ্নবিদ্ধ এবং হুমকীর মুখে রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।