রাবেয়া আক্তার ইতি। আহসানউল্লাহ ইউনির্ভাসিটি সাইন্স এন্ড টেকনোলজি থেকে MBA করেছেন। গ্রামের বাড়ী চাঁদপুর।
ছোট থেকেই তিনি কিছু না কিছুর সাথে যুক্ত ছিলেন। কিছু একটা হবেন, জীবনে নিজের পায়ে দাঁড়াবেন- সবসময় এই চিন্তায় থাকতেন। কখনো কোনো কাজকে ছোট করে দেখেননি। পড়াশুনার পাশাপাশি টিউশনি করা, স্কুলে চাকুরী করা এবং বিবিএ করা অবস্থায় টেলিটকে চাকুরি হয় তাঁর। পাঁচ বছর সেই চাকুরি করেন। হঠাৎ করেই বিয়ে এবং বাচ্চা হয়ে যাওয়ায় পরে আর ফ্যামিলির সাপোর্ট না পাওয়ায় সেই চাকরি ছেড়ে দিতে হয়। তবু তিনি থেমে থাকেননি, সময় বের করে করে অনেক রকমের কোর্স সম্পন্ন করে নিজেকে দক্ষ করে তোলেন। একটা সময় অনুভব করলেন, সামান্য কিছু টাকার জন্য অন্যের কাছে চাওয়া লাগছে, এই সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। কি করবেন ভাবছেন, নতুন করে আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পরিচয়টা আবার গড়ে তুলতে হবে। সেই থেকেই এই উদ্যোক্তার জীবনটাকে বেছে নিয়েছিলেন তিনি।
পরিবার থেকে প্রথমে অনেক সমস্যা হয়েছিল। পরিবার থেকে বলা হয়েছে, এইসব কাজ করলে সংসারের দিকে খেয়াল থাকবেনা, বাচ্চাদের সময় দিতে পারবেনা। এমন ও দিন গেছে, তার মোবাইলও তাঁর কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিলো, যেনো কোন কাজ করতে না পারেন কিন্তূ তিনি তার সিদ্ধান্তে অটুট ছিলেন। তিনি কারো কথাই আর শোনননি, অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে মোবাইল দিয়ে কাজ করে গেছেন। এখন আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা তিনি পান।
তিনি সরের ঘি, বালাচাও, মধু, অগার্নিক হোম মেইড হেয়ার অয়েল ও হেয়ার প্যাক, ড্রেস, শাড়ি, গহনা, বিছানার চাদর এবং খাবার নিয়েও কাজ করছেন।
ভবিয্যতে তার উদ্যোগটাকে তিনি অনেক বড়ো একটা জায়গায় নিয়ে যেতে চান। তিনি প্রমান করতে চান, এখনো খাটি মানের প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া যায়। তার নিজের একটা শো-রুম হবে, নিজের একটা অফিস হবে – এমনই স্বপ্ন দেখেন তিনি। খুব বেশি না হলেও তার দ্বারা কিছু লোকের কর্মের ব্যবস্থা হবে কিছু লোক ভালো থাকবে, এমনটাই ভাবেন তিনি। তার নিজের একটা ছোট্ট আকারের ভেলিভারি সার্ভিস আছে। সেটা নিয়ে এগিয়ে যেতে চান রাবেয়া আক্তার ইতি।
রাবেয়া আক্তার ইতি Queendoms (রানীদের রাজ্য) গ্রুপ থেকে খুব অল্প সময়ের মধ্যে লাখপতি হয়েছেন তার মেধা আর পরিশ্রম দিয়ে। Queendoms গ্রুপের শুরু থেকেই তিনি ছিলেন বেশ পরিচিত মুখ। কঠোর পরিশ্রম আর সততার কারণে তাঁর বাসায় তৈরী পণ্য সকলের বিশ্বাসযোগ্যতা অর্জন করে। আর তাই তো, তার বালা চাও, ঘি সকলের আস্থা দখল করেছে বেশি। Queendoms তার পাশে থেকেছে, এবং সামনে থাকবেও।
বালাচাও, ঘি, মধু, এসবের পরেও তিনি তার উদ্যোগে সংযোজন করেছেন বিভিন্ন ধরনের আচার।
Queendoms রানীদের রাজ্য গ্রুপের এডমিন গ্রুপের পক্ষ থেকে রাবেয়া আক্তার ইতিকে তাঁর লাখপতি হওয়ায় শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়েছেন।