শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরের হাজী আশরাফ জিন্দানীর মাজার শরীফের গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাৎসরিক ওরশ শরীফের প্রথম দিনে
রাসূল নোমা দরবার শরীফের পাবনা জেলার অন্যতম খলিফা ইসমাইল খাঁ আল-কাদেরী’র পক্ষ থেকে এ মহাপবিত্র গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার ০১ নং ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার মৃত: খলিল খাঁ’র ছেলে।
এই আল্লাহর অলির মাজার পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ গ্রামে অবস্থিত। গিলাফ কাফেলা’য় মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন ইসমাইল খাঁ আল-কাদেরী।
উক্ত গিলাফ কাফেলা’য় সাধুগুরু মাষ্টার সেলিম সরকার আল-জিন্দানী, আমিনুল ইসলাম রাসেল (উইলিয়াম রাসেল) আল-মোজাদ্দেদী, তারেক আজিজ সাগর (মাইজভান্ডারী), মখদুম বাবার দরবারের পাগল আউয়াল আল-চিশতী, জগতগুরু আর এইচ এম বিদ্যূৎ, আলাউদ্দিন বীন নূরী বাবার ভক্ত এবং ইসমাইল খাঁ আল-কাদেরীর ছোট ছেলে মেহেদী হাসান খাঁ আল-কাদেরী, মিজানুর রহমান বিদ্যুৎসহ শতাধিক অলি আউলিয়া ভক্ত উপস্থিত ছিলেন।
প্রতিবছর তিন দিনব্যাপী বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এ মাজারে শুয়ে থাকা আল্লাহর অলির ভক্তবৃন্দ প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অনুরাগী এ মাজারে আসেন। পাবনা জেলার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকেও অসংখ্য হাজারো ভক্তের মিলন মেলায় পরিণত হয় মাজার শরীফ প্রাঙ্গণ। সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে এবারের গিলাফ কাফেলা।
উক্ত গিলাফ কাফেলা’য় অংশ নেয়া পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার সাধুগুরু মাষ্টার সেলিম সরকার আল-জিন্দানী বলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত এ মাজারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অনুরাগী প্রতিবছর এখানে আসেন। আমি নিজেও প্রতিবছর এখানে আসি। সেলিম সরকার মৃত্যু পর্যন্ত যেন বাংলাদেশের বিভিন্ন অলিদের দরবারে থেকে জীবন অতিবাহিত করতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
গিলাফ কাফেলায় অংশ নেওয়া তারেক আজিজ সাগর নামের আরেক ভক্ত মূল মাজারের কিছুটা সংস্কার চেয়েছেন। তিনি বলেন, হাজী আশরাফ জিন্দানীর মূল মাজার ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা না দিলেও খসে পড়ছে পলেস্তারা। মূল মাজারের সংস্কার চেয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।