সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার: একটি পা নেই, অপর আরেকটি পা সেটিও অকেজো বগুড়া বৃন্দাবনপাড়ার মাদক ব্যবসায়ী খাইরুলের এই পঙ্গু অবস্থাও তাকে ফেরাতে পারেনি মাদকের অন্ধকার জগত থেকে। হুইল চেয়ার নিয়ে অভিনব কৌশলে শহরের বিভিন্ন জায়গা থেকে মাদক ক্রয় করে নিজে সেবন ও অবাধে বিক্রি করে আসছিল সে। অবশেষে গত মঙ্গলবার বিকেলে বগুড়া সদর থানার ফুলবাঁড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে তাকে।
জানা যায়, পেশায় ড্রাইভার খাইরুল ২০০৮ সালে এক সড়ক দূর্ঘটনায় একটি পা হারিয়েছিল তারপর ওই পঙ্গু অবস্থাতেই বেশ কয়েক বছর হলো মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরে সে। এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে। এই খাইরুলের স্ত্রী শাহনাজের নামেও রয়েছে ৩/৪টি মাদক মামলা যদিও ২০১৮ সালে খাইরুল জেলে থাকা অবস্থায় তার স্ত্রী অন্য আরেক জনের সাথে সংসার বেঁধেছে। পুলিশের হাজার মানা করার পরেও কথা না শুনলে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে এস.আই নজরুল ইসলাম, এস.আই খোকনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে এই খাইরুলকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।
ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, মানবিক কারণে খাইরুলকে বারংবার পুলিশের পক্ষে সতর্ক করা হয়েছে এবং তাকে ভালপথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু সে মাদক সেবনের পাশাপাশি এলাকাতে অভিনব কায়দায় হুইল চেয়ার নিয়ে মাদক ব্যবসা করেই চলেছে যা মেনে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর বুধবার দুপুরের পর তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে বগুড়াকে মাদকমুক্ত না করা পর্যন্ত ছোট থেকে রাঘব বোয়াল কাউকেই বিন্দুমাত্র ছাড় না দিয়ে এই অভিযান চলমান থাকবে।