স্টাফ রিপোর্টারঃ রাত পোহালেই পবিত্র ঈদ উল আযহা। বগুড়ায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রধান ইমামতি করবেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ্ব আব্দুল কাদের। জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল ৭ টায় জামাতে ঈমামতি করবেন শাইখুল হাদিস মাওলানা ইয়াকুব। এ ছাড়াও আলতাফুন্নেছা ঈদগাহে (খেলার মাঠ) সকাল সোয়া ৮ টায়, সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহে সকাল সাড়ে ৭ টায়, ধাওয়া পাড়া বাইতুস সালাম জামে মসজিদসংলগ্ন ঈদগাহে সকাল ৮ টায়, বৃন্দাবনপাড়া ইদগাহে সকাল সাড়ে ৭ টায়, আলামিয়াতলা ঈদগাহে সকাল সাড়ে ৭ টায়, শ্যামবাড়িয়া ঈদগাহে সকাল ৮ টায়, ফুলবাড়ি দক্ষিণ পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, মালতিনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭ টায়, নারুলী বুদা প্রামানিক কেন্দ্রিয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায়, নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭ টায়, ঠনঠনিয়া ঈদগাহে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭ টায় একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮ টায়, ঠনঠনিয়া নূরুন আলা নুর সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে সকাল ৮ টায়, ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ ঈদগাহে সকাল ৭ টায়, চকলোকমান কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৭ টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে সকাল ৮ টায়, কাটনারপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭ টায়, সুলতানগঞ্জপাড়া ঈদগাহে সকাল ৭ টায়, মালতিনগর হাইস্কুল ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠে সকাল ৮ টায় বাংলাদেশ আহলে জমঈয়তে আহলে হাদীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে নারীদের নামাজ আদায়ের সুয়োগ রয়েছে।