স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শুক্রবার (০৩ জুন) শহরের কলোনী এলাকার রেইনবো ক্লিনিকের দক্ষিণে সাদিয়া ষ্টোরের সামনে বটতলা মোড়ে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জনবহুলে প্রকাশ্যে আল জামিউল বনি (২২) নামের এক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কিছু সন্ত্রাসীরা।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭ টার সময় তিনি মারা যান।
নিহত জামিউল বনি শহরের মালতিনগর এলাকার আনিছুর রহমানের ছেলে। সে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ও বিডি ক্লিনের একজন কর্মি ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম। এই পুলিশ কর্মকর্তা জানান, সামিউলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কয়েকটি চিহ্ন পাওয়া যায়।
তবে জনসম্মুখে এধরনের হামলার ঘটনা ঘটলেও আশে-পাশের লোকজন কিছু বলতে চাননি। আবার যে দোকানের সামনে জামিলউকে ছুরিকাঘাত করা হয়েছে তারাও ঘটনার পর পরই দোকান বন্ধ করে চলে যান।
তবে দুর্বিত্বদের নাম প্রকাশ না করলেও এক দোকানদার জানান কয়েকজন যুবক বিকেলের দিকে বটতলার মোড়ের সামিউল বনির সঙ্গে কথা কাটাকাটি দেখা যায়। এর এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি তদন্ত জাহিদুল হক জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। হতয়াকান্ডের সাথে জড়িতদের ধরতে একাধিক টিমের অভিযান চলছে।