নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাড্ডা থানা এলাকার সকল মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, মন্দির ও গীর্জার প্রধানদের নিয়ে সাম্প্রতিক বিষয়াবলীর উপর এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ অক্টোবর) বাড্ডার সানজি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুলশান বিভাগ পুলিশের উপ-কমিশনার মোঃ আসাদুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাচ্ছা , আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সভাপতি ইঞ্জিঃ দেপেন্দ্রু বিকাশ, বাড্ডা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শংকর কুমার, পাস্টার মাসি বালা, অতিঃ উপ-পুলিশ কমিশনার মামুন মোস্তফা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ প্রমুখ। আয়োজনে সভাপতিত্ব করেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও ধর্মীয় আলোকে মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে জোর প্রদান করেন বক্তারা। এছাড়াও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।