আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন দাবি করেছেন, ডনবাস প্রদেশের বাখমুত শহরে বড় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইউক্রেনীয় সেনারা।
শুক্রবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস নিউজ।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাখমুতের সর্বশেষ পরিস্থিতি ওই ইউক্রেনীয় সেনাদের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় ইয়েভগিনি প্রিগোজিনকে। এর জবাবে প্রিগোজিন বলেছেন, ‘না, ইউক্রেনের সেনারা কোথাও পালিয়ে যাচ্ছে না। ইউক্রেনের সেনারা রক্তক্ষয়ী লড়াই করে বাখমুতকে রক্ষার চেষ্টা করছে। তবে এতে তারা বড় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।‘
‘আরেকটি বিষয় যেটি উল্লেখ করতে হয় সেটি হলো ইউক্রেনীয় সেনাদের ঘিরে আমাদের অবস্থান ধরে রাখতে হবে।’ যোগ করেন প্রিগোজিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ প্রিগোজিন জানিয়েছেন, রাশিয়ার সেনাদের এখন বাখমুতের মূল শহরে নজর দিতে হবে। তবে তার দাবি, ওয়াগনার সেনারা শহরের দিকে এগিয়ে যাচ্ছে।’
অপরদিকে বাখমুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওয়াগনার প্রধান বলেছেন, ‘বাখমুতে ৮০০টি সুউচ্চ ভবন আছে। যদি আমরা প্রত্যেকটির কথা বলি, তাহলে আমাদের কথা শুনে আপনারা কাহিল হয়ে যাবেন। যখন আমরা বাখমুত দখল করব তখন এ নিয়ে কথা বলব।’
সূত্র: আল জাজিরা