শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত। এছাড়াও উপজেলার কারিগরি কলেজগুলোর মধ্যে ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। একইসাথে ওই কলেজের শিক্ষক মোহাম্মদ গোলজার হোসেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও কলেজের সম্মাননা গ্রহণ করেন অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান তার হাতে এ সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রতাপ কুমার মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহায়েল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত দৈনিক প্রত্যয় এর পাবনা জেলা প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেনের সাথে একান্ত আলাপচারিতায় বলেন, এলাকায় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে তিনি কাজ করেছেন। তার সাথে সব সময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দও নিরলসভাবে কাজ করে চলেছেন। সকলের প্রচেষ্টার ফলেই আজ ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি উপজেলার মধ্যে প্রথমস্থান অর্জন করতে পেরেছে।ভবিষ্যতে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যেতে চান বলেও জানান তিনি।