শেখ সাখাওয়াত হোসেন পাবনা (জেলা) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা ফুটবল একাদশ বনাম অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যেকার ম্যাচকে সামনে রেখে ভাঙ্গুড়া পৌরসভা ফুটবল একাদশের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল, ১৩ মে (শুক্রবার) সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠ চত্বরে দুপুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুশীলন। ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের নির্দেশে ও টিম ম্যানেজার আতাউর রহমান আতা’র নেতৃত্বে দলের খেলোয়াড়রা অনুশীলন সম্পন্ন করেন।
আজ, ১৪ মে (শনিবার) অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ ভাঙ্গুড়া পৌরসভা ফুটবল একাদশ বনাম অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের ম্যাচ কে ঘিরে ফুটবল প্রেমিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সেই সাথে ভাঙ্গুড়া পৌরসভা ও অষ্টমনিষার ফুটবল প্রেমিদের মাঝে অতীত ফুটবল ইতিহাস বিরাজমান। আজকের ম্যাচ উপলক্ষ্যে ভাঙ্গুড়া পৌরসভা ফুটবল একাদশ তাদের আগাম অনুশীলন সম্পন করেছে।
ভাঙ্গুড়া পৌরসভা ফুটবল একাদশের টিম ম্যানেজার আতাউর রহমান আতা দৈনিক প্রত্যয় পত্রিকার পাবনা (জেলা) প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেনের সাথে একান্ত আলাপচারিতায় বলেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল ভাইয়ের নির্দেশে দলের খেলোয়াড়রা তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজকের ম্যাচ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় ফুটবল জোয়ারের আভাস ও ফুটবল তার অতীত ঐতিহ্য ফিরে পাবে এ প্রত্যাশা সকলের।