বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধায় স্মরণ করছে মহসিন কলেজ ছাত্রলীগ।
একুশের প্রথম প্রহরে মহসিন কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে মহসিন কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটি সভাপতি,সাধারণ-সম্পাদক এর নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা।
বাঙালির এই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।