শাহাদাৎ মাহমুদ শ্রাবণ, দোয়ারাবাজার: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রণভুমি (হাজীগঞ্জ) গ্রামের যুবক মোঃ- মনির হোসেন,(৩২) পিতাঃ- খুরশেদ আলম। উন্নত জীবন এর আশা পাড়ি দিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। বিধিবাম,বিদেশ থেকে ফিরতে হয়েছে খালি হাতে।
দেশে এসে নতুন উদ্যমে শুরু করেন মাছ চাষ।
তা ও ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেনি, গত বছর এর উজানে ঢল ও আগাম বন্যা পুকুর ডুবে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
চলতি অর্থবছরে প্রায় ৬ একর জমিতে মাছ চাষ করেন তিনি, ধার দেনা করে। এই বছর তিনি ৫ একর জমিতে মনোসেক্স প্রজাতের তেলাপিয়া মাছ চাষ করেন।
এবং ১ একর জমিতে কার্প জাতিয় মাছ চাষ করেন।
সরেজমিনে ঘুরে এসে দেখা যায়,মাছ চাষি মনির হোসেন এর সাথে কথা বলে, এই বছর অনুকুল আবহাওয়া, ও আগাম বন্যা না হওয়া, মাছ চাষ বাম্পার ফলন হয়েছে।
তিনি আশা করেন এই বছর সব কিছু ঠিকঠাক থাকলে আগামি মাাসের প্রথম সাপ্তাহে মাছ বাজারজাত করতে পারবেন। তিনি আশা করেন এই বছর তিনি অনুমানিক ২২ লক্ষ টাকার মাছ বাজার জাত করতে পারবেন।
গত বছরের লোকশান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা মৎস কর্মকর্তা তুষার কান্তি বর্মন বলেন, উপজেলা মোট ৪৬৬৬ টি মাছ চাষ যোগ্য পুকুর রয়েছে।
গত বছর উপজেলার প্রয় সব পুকুর আগাম বন্যা ডুবে গেলেও এই বছর আগাম বন্যা না হওয়াতে মাছ চাষ বাম্পার হয়েছে।