বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)। সভায় জেলা চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম যেন বাড়ানো না হয় সেজন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। তারপরও মূল্য তদারকি করার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত মাঠ তদারকি করবে বলে জানানো হয়।