নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনায় বাঘাইহাট-মারিশ্যা সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুই টিলা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে বাঘাইহাট-মারিশ্যা সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে মোটর-সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে পারছে।
পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটিলা এলাকায় বৃষ্টিবাদল ছাড়াই সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি ধসে পড়ে। পরে স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে হালকা যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে। আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, রাত হয়ে যাওয়ায় পুরো সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। সকালেই মাটি সরানোর কাজ শুরু হলেই সব ধরণের যান চলাচল করতে পারবে।