নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি মানিকছড়ি টোল আদায়ে গোপন দরপত্রে ফলাফল প্রকাশ করা হয়েছে। রাঙামাটি মানিকছড়ি উপজেলা টোল আদায় সর্বউচ্চ দরদাতা হিসাবে বিবেচিত হয়েছে উর্মি চাকমা। তিনি সর্বউচ্চ দরপত্র দাখিল করেছেন ৭৭ লক্ষ ৫ হাজার টাকা । তার নিকটতম দরদাতা ছিলেন মংছেন ক্যা ৭৭ লক্ষ ১ হাজার টাকা। অরুন রতন চাকমা ৭৫ লক্ষ টাকা পে-অর্ডার যথাযথ হয়নি তাই বাতিল করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলা টোল আদায়ে দরপত্র বিক্রি হয়েছে ১১টি দাখিল করেছে ৪টি যথাযথ না হওয়ায় ২টি বাতিল করা হয়েছে । ১৬ মার্চ দরপত্র দাখিলের শেষদিন । দুপুর সাড়ে ১২ ঘটিকায় সকল দরপত্র দাতাদের উপস্থিতিতে বাকস খোলা হয় । এসময় উপজেলা নিবার্হী অফিসার নাজমা বিনতে আমিন উপজেলা প্রকৌশলী প্রনব রায় চৌধূরী , পিআইও তর্পন চাকমা সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীন সংরক্ষিত মহিলা সদস্য সুমিত্রা চাকমা ও ইউপি সদস্য লিটন বড়ুয়া, দরপত্র দাখিলকারীর প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বলেন, আমি রাঙামাটি যোগদান করার পর প্রায় দুইবছর ২টি মানিকছড়ি টোল আদায়ে গোপন দরপত্র আহবান করেছি, সব গুলি টোল আদায় দরপত্র স্বচ্ছতার সাথে কাজ করেছি,এবং টোল আদায়ে হার পুর্বের ন্যায় বহাল রেখেছি তারপরও সর্বউচ্চ দর পেয়েছি।