নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির সাথীর মাতা মরহুমা ওমেদা বেগমের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ০৭ জুলাই বৃহস্পতিবার দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির রূপগঞ্জ প্রতিনিধি মকবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, অর্থবিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ, সাংবাদিক রিপন, হাফেজ মোঃ মোমেন, পারভেজ আহমেদ, সোহেল কবির, সিরাজুল ইসলাম, রাসেল মিয়া, মাসুম মিয়া, মিজানুর রহমানসহ আরো অনেকে । এদিকে সকালে স্থানীয় মুড়াপাড়া গোলবক্স ভুঁইয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের নিয়ে কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।