রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ২নং ও ৩ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই মঙ্গলবার বিকেলে মাছুমাবাদ দীঘিরপাড় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয় । খেলায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রুপস।
খেলা শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভুলতা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আবু দাউদ মোল্লা, প্যানপিসিফিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মোল্লা, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রুবি আক্তার, ২ নং ওয়ার্ডের মেম্বার সুমন মুন্সি, সমাজ সেবক গোলাম আজাদ প্রিন্স, সফিকুল ইসলাম সিকদার জুয়েল, কাজী কায়সার, হাবিবুর রহমান খান, রেজাউল রহমান খান, কাজী সেলিম, নবী হোসেন মোল্লা, অঞ্জন ভূঁইয়া, খেলার ক্যাপ্টেন সঞ্জিব হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী হেলাল, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলম ভুঁইয়া প্রমুখ।
খেলায় ভুলতা ইউনিয়ন ৩নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে ২নং ওয়ার্ড বন্ধু মহল বিজয় লাভ করে।
পরে খেলার সম্মানিত অতিথিবৃন্দরা বিজয়ীদের মধ্যে একটি ষাঁড় গরু ও রানার্সআপ হিসেবে একটি ট্রফি তুলে দেন।