আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছরের একটি ছেলেশিশুকে ছোবল দিয়ে পেঁচিয়ে ধরেছিল একটি অজগর সাপ; কিন্তু বাবা ও দাদার তাৎক্ষণিক তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে তাকে।
সাপটি ছিল তিন মিটার (১০ ফুট) লম্বা। ছেলেকে বাঁচানোর পর ‘দুষ্টু’ সেই অজগরটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন তার বাবা বেন ব্ল্যাক। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ঘটেছে এই ঘটনা।
মেলবোর্নের স্থানীয় বেতার সংবাদমাধ্যম থ্রিএডব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ব্ল্যাক বলেন, বৃহস্পতিবার সকালে তার পাঁচ বছরের ছেলে বিউ ব্ল্যাক তাদের বাড়ির সুইমিংপুলের কাছে দাঁড়িয়েছিল, সে সময় হঠাৎ কাছের একটি ঝোপ থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে অজগরটি।
‘আমি বাড়ির ভেতর জানালা থেকে দেখলাম, একটি বড় কালো ছায়া ঝোপ থেকে বেরিয়ে এসে বিউ’র কোমরে কামড় দিয়ে তার পা পেঁচিয়ে ধরল, আর বিউ তাল সামলাতে না পেরে পুলের পানিতে পড়ে গেল,’ থ্রিএডব্লিউকে বলেন বেন।
সৌভাগ্যবশত বেনের বাবা অ্যালান ব্ল্যাক সে সময় পুলের কাছে ছিলেন। বিউ পানিতে পড়ে যাওয়ার পরপরই তিনি তৎপর হন এবং সাপে পেঁচানো অবস্থাতেই তাকে পুল থেকে তুলে আনেন। অজগরটি তখন বিউকে বেশ ভালভাবেই পেঁচিয়ে ধরেছে।
এরই মধ্যে বেনও ঘটনাস্থলে উপস্থিত হন এবং খুব অল্প সময়ের মধ্যেই ছেলেকে সাপের কবল থেকে মুক্ত করেন।
থ্রিএডব্লিউকে বেন বলেন, ‘বিউকে মুক্ত করতে আমার সময় লেগেছে ১৫ থেকে ২০ সেকেন্ড। কোমরে যেখানে সাপটি কামড়েছিল, সেখান থেকে কিছুটা রক্ত ঝরছিল। আমি সেটা মুছে দিয়ে তাকে বললাম— ভয়ের কিছু নেই, ওটা কোনো বিষাক্ত সাপ ছিল না।’
‘সে (বিউ) একজন সত্যিকারের সৈনিক। প্রথমে খানিকটা ভয় পেয়েছিল বটে, কিন্তু আমি তাকে অভয় দেওয়ার পর খুব দ্রুত সে স্বাভাবিক হয়ে উঠল। ও এখন বিশ্রামে আছে, কাল কিংবা পরশুর মধ্যেই হয়তো ফের ছোটাছুটি শুরু করবে।’
সাপটিকে কী করলেন— প্রশ্নের উত্তরে বেন বলেন, ‘দুষ্টু অজগরটিকে আমি ছেড়ে দিয়েছি।’
‘দেখুন, এটা অস্ট্রেলিয়া এবং এই দেশে শহরতলী এলাকায় সাপ-কুমিরদের সঙ্গে নিয়েই আমাদের বসবাস করতে হয়; আর আমি বিশ্বাস করি— এরা আমাদের জীবন ও বাস্তুসংস্থানের অংশ।’