আন্তর্জাতিক ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-
‘চন্দ্রযানের মতো ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কও চাঁদে গিয়ে ঠেকবে’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় রয়েছে ও মোদী সরকার এটিকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চায়। এমনকি, দুই দেশের সম্পর্ক চাঁদ ছাড়িয়ে আরও অনেক উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি।
ঝাড়ু-বেলচা নিয়ে ময়লা সাফ করছেন নরেন্দ্র মোদী, ভিডিও ভাইরাল
ভারতজুড়ে রোববার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান। ঝাড়ু-বেলচা হাতে সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী সামনে রেখে আজ থেকে এই অভিযান শুরু করেছে ভারত সরকার।
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ‘ভারতবিরোধী’ মোহামেদ মুইজ্জু
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ‘ভারতবিরোধী’ হিসেবে পরিচিত রাজধানী মালের মেয়র মোহামেদ মুইজ্জু। ৪৫ বছর বয়সী মুইজুর রাজনৈতিক দল পিপিএম নেতৃত্বাধীন জোট ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এসময় চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে মালদ্বীপ।
শেষ মুহূর্তের চুক্তিতে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্রের সরকার
শেষ মুহূর্তে এসে সরকার অচল (শাটডাউন) হওয়া এড়ালো যুক্তরাষ্ট্র। সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। এই চুত্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনাবেতনে ছুটিতে পাঠাতে হতো, বন্ধ হয়ে যেতো সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।
যুক্তরাষ্ট্রকে ‘সত্যিকার মিথ্যার সাম্রাজ্য’ বললো চীন
যুক্তরাষ্ট্রকে ‘সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য’ বলে আখ্যা দিয়েছে চীন। কয়েক দিন আগে চীন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক নতুন প্রতিবেদন প্রকাশ করে। সেটির প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করে চীন।
ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করলো আফগানিস্তান
ভারতীয় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগে নয়াদিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় অনেক ভেবেচিন্তে কঠোর এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে আফগান দূতাবাস কর্তৃপক্ষ।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা
তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরক ডিভাইস দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জেট ফুয়েল-বাণিজ্যিক এলপিজির দাম বাড়ালো ভারত
ভারতে জেট ফুয়েল ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম বেড়েছে। জেট ফুয়েলের দাম বেড়েছে পাঁচ শতাংশ। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ২০৯ রুপি। মূলত আন্তর্জাতিক বেঞ্চমার্কের সঙ্গে দামের সমন্বয় করা হয়েছে।
মণিপুরের মর্গে পড়ে আছে বেওয়ারিশ মরদেহ, ভয়ে নিচ্ছেন না স্বজনরা
ভারতের মণিপুর রাজ্যে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার পর থেকে সেখানকার তিনটি বড় হাসপাতালের মর্গে পড়ে আছে ৯৬টি মরদেহ। কিন্তু এসব মরদেহ নেওয়ার জন্য এখনো কেউ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভয়ে লোকজন হাসপাতাল থেকে স্বজনদের মৃতদেহ নিচ্ছেন না।
স্লোভাকিয়ার জাতীয় নির্বাচনে ‘রাশিয়াপন্থি’ দলের জয়
মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে রাশিয়াপন্থি স্মের-এসএসডি পার্টি। স্মের-এসএসডি দলটি মূলত স্লোভাকিয়ার সাধারণ নাগরিকদের প্রতিনিধিত্ব করে, যারা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।