ওয়েব ডেস্ক: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের একই ছাতার নিচে এসে সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ।
বৃহস্পতিবার (১২ মে) সচিবালয়ে তার কার্যালয় থেকে খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের ৬ষ্ঠ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে হবে। এ সময় ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করে নতুন প্রজন্মকে মেধা সম্পন্ন জাতিতে পরিণত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. সামসুল আরেফিন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার বক্তব্য রাখেন।